"পটিয়া সদর" ক্যাটাগরীর সকল আর্টিকেল
পটিয়া সদর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পটিয়ায় ছাত্রজনতার আন্দোলনে গুলিবর্ষণ, ২ মাসেও ধরা পড়েনি অস্ত্রধারী সন্ত্রাসীরা; বৈষম্যবিরোধী; ছাত্রআন্দোলন; জনতা আন্দোলন; হাসিনা; হাসিনার পতন; আওয়ামী লীগ; Bangladesh Govt; Patiya
পটিয়ায় ছাত্রজনতার আন্দোলনে গুলিবর্ষণ, ২ মাসেও ধরা পড়েনি অস্ত্রধারী সন্ত্রাসীরা

ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন গত ০৪ আগস্ট পটিয়া উপজেলা পরিষদের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় এখন পর্যন্ত পৃথক দুটি মামলা হয়েছে। কিন্তু ঘটনার দুই মাস পার হলেও এখনও পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। চিহ্নিত হয়নি ঘটনার দিন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া সদরে ছাত্র-জনতার মিছিলে গুলিবর্ষণ করা হেলমেটধারী আওয়ামীলীগ দলীয় অস্ত্রবাজ সন্ত্রাসীরা। উদ্ধার হয়নি কোনো অস্ত্রও। 

স্থানীয়রা জানান, গত ০৪ আগস্ট পটিয়া পৌর সদরের মুন্সেফ বাজার থেকে উপজেলা পরিষদের সম্মুখে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল লক্ষ্য করে গুলিবর্ষণ করে আওয়ামীলীগের সন্ত্রাসীরা। এতে গুলিবিদ্ধ হন ৫০ জনেরও বেশি ছাত্র-জনতা; আহত হন প্রায় ২৫০ জন, যাদের অধিকাংশই ছিলেন আল জামিয়া পটিয়া কওমী মাদ্রাসার ছাত্র। পরে ছাত্র-জনতা ধাওয়া দিলে পালিয়ে যেতে বাধ্য হয় সন্ত্রাসীরা। 

গুলিবর্ষণকারী সন্ত্রাসীরা পটিয়ার সাবেক দুই এমপি মোতাহেরুল ইসলাম চৌধুরী-সামশুল হক চৌধুরী-অপসারিত মেয়র আইয়ুব বাবুলের অনুসারী। তাদের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজীসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অসংখ্য অভিযোগ রয়েছে।

গত ০৪ আগস্টের গুলিবর্ষণের ঘটনায় পটিয়া থানায় হওয়া পৃথক দুটি মামলায় ২২৬ জনের নাম উল্লেখসহ ৮৭৬ জনকে আসামি করা হয়েছে। আসামিরা সবাই আওয়ামী লীগ নেতাকর্মী। ১৯ আগস্ট আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার ছাত্র নুরুল হাসান বাদী হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি মামলা করেন। ২৭ আগস্ট রাতে অপর আরেকটি মামলা করেন শিবির কর্মী এনামুর রশিদ। এ ছাড়া বিএনপি নেতা মোহাম্মদ আলী দলীয় অফিস ভাঙচুরের ঘটনায় ২০ আগস্ট ৭৫ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে আরেকটি মামলা করেন পটিয়া থানায়। 

অস্ত্রধারী কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার না করা নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন মামলার বাদী নুরুল হাসান। তিনি বলেন, 'প্রকাশ্যে সাবেক এমপি মোতাহেরুল ইসলাম চৌধুরী-সামশুল হক চৌধুরী-অপসারিত মেয়র আইয়ুব বাবুলের অনুসারীরা ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিল লক্ষ্য করে গুলি চালিয়েছে। ওই ঘটনার ভিডিও ফুটেজে অস্ত্রধারীদের দেখা গেছে, সেটি আমরা পুলিশকে দিয়েছি। কিন্তু পুলিশ অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করছে না। উদ্ধার হয়নি অবৈধ অস্ত্রও। অথচ এখন আওয়ামীলীগের এসব অস্ত্রধারী সন্ত্রাসীরা বিভিন্ন পেশায়-বিভিন্ন দলের ছদ্মবেশ ধারণ করে প্রকাশ্যে পটিয়ায় ঘুরে বেড়াচ্ছে। অনেকে সমন্বয়কের বেশে মিশে গেছে ছাত্রজনতার মধ্যে।’ 

পটিয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সংগঠক কাসেম আল নাহিয়ান বলেন, ‘অস্ত্রধারী আসামিরা গ্রেপ্তার না হওয়ায় আমরা আতঙ্কিত। দ্রুত অস্ত্রধারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ 

এ বিষয়ে পটিয়া থানা পুলিশ বলছে, ‘গ্রেপ্তার এড়াতে পটিয়ার সাবেক এমপি মোতাহেরুল ইসলাম চৌধুরীসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী পালিয়ে বেড়াচ্ছেন। তাই গ্রেপ্তার করা যাচ্ছে না।’ 
পটিয়া থানার নবাগত ওসি আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর বলেন, ‘হেলমেট পরিহিত অস্ত্রধারী সন্ত্রাসীদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওই ঘটনার সঙ্গে যারা জড়িত এবং পরিকল্পনাকারী, সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে।’
পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম বলেন, 'আমরা ০৪ আগস্টের ঘটনার দিন অস্ত্র ব্যবহারের একটি ভিডিও ফুটেজ পেয়েছি। সেটি নিয়ে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে তিনটি পৃথক মামলা দায়ের হয়েছে। আমরা তা খতিয়ে দেখছি। সেই অস্ত্রগুলো বৈধ না অবৈধ, সেগুলো যাচাই করে দেখা হচ্ছে।'
পটিয়া সরকারী কলেজের প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক রিয়াজ আহমেদ-অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক উত্তম কুমার দাস; পটিয়া কলেজ; Patiya College; Govt. College; Patiya
শিক্ষার্থীদের যৌন হয়রানী, পটিয়া কলেজের অধ্যাপক-অফিস সহকারীকে অব্যহতি

ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের যৌন হয়রানী, দাঁড়ি-পর্দা-হিজাব-ধর্ম নিয়ে কটাক্ষ ও বিভিন্নভাবে অসৌজন্যতামূলক আচরণের অভিযোগের কারণে পটিয়া সরকারী কলেজের প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক রিয়াজ আহমেদ ও অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক উত্তম কুমার দাসের বিরুদ্ধে তদন্ত চলাকালীন কলেজের যাবতীয় কার্যক্রম থেকে অব্যহতি প্রদান করা হয়েছে। আজ কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

পটিয়া এলডিপির ইফতার মাহফিল ও স্মরণসভা; এলডিপি; ইফতার মাহফিল; পটিয়া; LDP; Ifter Mahfil; Patiya; Chattogram-12; চট্টগ্রাম-১২
পটিয়া এলডিপির ইফতার মাহফিল ও স্মরণসভা

ভয়েস অব পটিয়া-সংবাদ বিজ্ঞপ্তিঃ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র পটিয়া পৌরসভা ও উপজেলা শাখার উদ্যোগে আজ স্থানীয় এক কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল ও প্রয়াত এলডিপি নেতৃবৃন্দের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন পটিয়া পৌরসভা এলডিপির আহ্বায়ক জনাব মোহাম্মদ সৈয়দ। পটিয়া পৌরসভা এলডিপির সদস্য সচিব জনাব মোহাম্মদ মুজিবুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র চট্টগ্রাম-১২ (পটিয়া উপজেলা ও পৌরসভা) সমন্বয়ক ইঞ্জিনিয়ার আসিফ বিন হুদা। 

এতে আরো উপস্থিত ছিলেন এলডিপি পটিয়ার সদস্য মোহাম্মদ দেলোয়ার, ধর্ম বিষয়ক সম্পাদক মনির, এলডিপি নেতা মোহাম্মদ ফারুক, মোহাম্মদ বাবুল, গণতান্ত্রিক ছাত্রদল নেতা ইরফান, তৌহিদ, শাহেদ, জিসান, বেলাল, শাকিল প্রমুখ।

এলডিপি পটিয়ার সমন্বয়ক ইঞ্জিনিয়ার আসিফ বিন হুদার বক্তব্য


সংগঠনবিরোধী কার্যকলাপ-পটিয়া এলডিপির ৪ নেতাকে অবাঞ্ছিত ঘোষণা; LDP
সংগঠনবিরোধী কার্যকলাপ-পটিয়া এলডিপির ৪ নেতাকে অবাঞ্ছিত ঘোষণা

ভয়েস অব পটিয়া-প্রেস বিজ্ঞপ্তিঃ সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকায় পটিয়া পৌরসভা এলডিপির আহ্বায়ক আবদুর রশীদ, উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী ও জেলা গণতান্ত্রিক যুবদলের সদস্য সচিব আব্দুল কুদ্দুছকে পটিয়া পৌরসভা এলডিপি ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। 

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পটিয়া পৌরসভা এলডিপির নেতা-কর্মীরা জানান, ‘এলডিপির প্রেসিডেন্ট ড. কর্ণেল (অব.) অলি আহমদের নেতৃত্বে সারাদেশে যখন গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত আছে, কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে দলছুট উল্লেখিত এলডিপির নামধারী নেতাগণ সংগঠনের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বৈরাচারী আওয়ামী সরকারের একপেশে ভোট ডাকাতির সাথে জড়িত হয়ে বিএনএম এর প্রার্থী এম.এয়াকুব আলীর নোঙ্গর মার্কায় প্রকাশ্যে নির্বাচনী প্রচার-প্রচারণায় জড়িত থাকায় আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হইলাম।’ 
বিবৃতিদানকারীগণ হলেন, পটিয়া পৌরসভা এলডিপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ছৈয়দ, সদস্য সচিব মুজিবুর রহমান, পটিয়া পৌরসভা গণতান্ত্রিক ছাত্রদলের সভাপতি আমিনুল হক আমীর, পটিয়া পৌরসভা গণতান্ত্রিক শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুহাম্মদ বেলাল, পটিয়া পৌরসভা এলডিপির সদস্য সচিব মুঃ সাদ্দাম হোসেন, সদস্য মু: ফারুক, অনিল চক্রবর্তী, মু: দেলোয়ার, মু: আলি, মু: আব্দুর রহিম প্রমুখগণ।

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউসের মেয়াদ বৃদ্ধি; পটিয়ার কৃতি ব্যক্তিত্ব; শেখ হাসিনা; সচিবালয়

ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পটিয়ার কৃতি ব্যক্তিত্ব ড. আহমদ কায়কাউসকে একই পদে আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। 

সরকারী চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী গতকাল (২৩ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোঃ অলিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।

আগামী ০১ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। 

এর আগে সরকারী চাকরি আইন, ২০১৮ এর ৪৩(১)(ক) ধারা অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর থেকে তাকে অবসর প্রদান করে বুধবার (২৩ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

উল্লেখ্য, ড. আহমদ কায়কাউস ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে সরকারী চাকরিতে যোগ দেন। বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব থাকাকালীন তাকে ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। পরে ২০১৬ সালের ১৫ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হন তিনি। ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি সচিব পদে পদোন্নতি পান। ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি সিনিয়র সচিব পদে পদোন্নতি পান তিনি। গত বছর ২৯ ডিসেম্বর ড. আহমদ কায়কাউসকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হয়। তখন থেকে এখন অবধি তিনি প্রায় এক বছর যাবত এই পদে দায়িত্ব পালন করছেন। 



প্রজ্ঞাপন

অবসরে যাচ্ছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস


ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় অবসরে যাচ্ছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পটিয়ার কৃতি ব্যক্তিত্ব ড. আহমদ কায়কাউস।
সরকারী চাকরি আইন, ২০১৮ এর ৪৩(১)(ক) ধারা অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর থেকে তাকে অবসর প্রদান করে আজ বুধবার (২৩ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই সাথে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ল্যাম্পগ্র্যান্টসহ আগামী ০১ জানুয়ারি হতে তাকে ১ বছরের অবসরোত্তর ছুটি (পি.আর.এল) মঞ্জুর করা হয়েছে। 

উল্লেখ্য, গত বছর ২৯ ডিসেম্বর ড. আহমদ কায়কাউসকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ দিয়ে  জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপন জারি করা হয়। তখন থেকে তিনি প্রায় এক বছর এই পদে দায়িত্ব পালন করলেন।
তবে, এখন পর্যন্ত নতুন করে কাউকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। 

প্রশাসন ক্যাডারের ৮৪, ৮৫ এবং ৮৬ ব্যাচের মধ্য থেকে সরকারের বিশ্বস্ত কাউকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে বলে এ নিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে আলোচনা চলছে।

প্রজ্ঞাপন

ফ্রান্সে মহানবী (সাঃ)’র অবমাননার প্রতিবাদে পটিয়ায় বিক্ষোভ সমাবেশ
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এঁর অবমাননার প্রতিবাদে পটিয়ায় বিক্ষোভ

ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এঁর ব্যাঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের প্রতিবাদে সারাদেশের ন্যায় দক্ষিণ চট্টগ্রামের প্রাণকেন্দ্র পটিয়ায় তৌহিদি জনতার উদ্যোগে এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) বাদে জুমা পটিয়া রেল স্টেশন চত্বর হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পটিয়ার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে থানার মোড়ে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। উক্ত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হতে ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী (সাঃ) এঁর ব্যাঙ্গচিত্র অঙ্কনকারী ম্যাগাজিন শার্লি এব্দো ও এর সমর্থনকারী ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। 

ফ্রান্সের ইসলাম বিদ্বেষ ও মহানবী (সাঃ) এর অবমাননায় বিশ্বের দুইশত কোটি মুসলমান ব্যথিত হয়েছে। ফ্রান্সের এহেন ইসলাম ও মুসলিম বিদ্বেষী কর্মকান্ড বন্ধ করতে হবে। ইসলাম ও মহানবী (সাঃ) এঁর অবমাননা কোনভাবেই বিশ্ব মুসলিম বরদাস্ত করবে না। বিক্ষুব্ধ মুসলমানদের হৃদয়ের ক্ষত মুছতে হলে ফ্রান্সকে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে বলে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন।